মন্ত্রিসভার সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

চলমান পরিস্থিতি সামাল দিতে মন্ত্রিসভার সদস্যদের সর্তক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি সহকর্মীদের এই নির্দেশনা দিয়েছেন।

বৈঠক শেষে মন্ত্রিসভার দু’জন সদস্য এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সূত্রটি বলছে, প্রধানমন্ত্রী চট্টগ্রাম, ঢাকার মিরপুরে এবং গাজীপুরে জঙ্গিদের গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, সারাবিশ্বে একটি অস্থির পরিস্থিতি চলছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে বিভিন্ন ঘটনা ঘটছে। বাংলাদেশেও নাশকতা তৈরির চেষ্টা চলছে। এব্যাপারে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এসব ঘটনায় দেশি ও বিদেশি চক্র জড়িত। তাই আপনাদের (মন্ত্রিসভার সদস্য) সর্তক থাকতে হবে। কোনভাবেই অস্থির পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবে না। আমরা কোন ধরনের অস্থিরতা মেনে নিবো না। তবে এই হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোন মন্তব্য করেন নি প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রী বলেন, দেশে রোহিঙ্গা সংকট সমস্যার সমাধান হচ্ছে না। কারণ আন্তর্জাতিক সংস্থাগুলো তা চায় না।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।