আইসিসি র্যাংকিংয়ে কোহলি-ধোনি ও সাকিব
সদ্য প্রকাশিত আইসিসি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ভারতে অধিনায়ক বিরাট কোহলি ২, মহেন্দ্র সিং ৭, সাকিব আল হাসানে ৫৯৯ পয়েন্ট নিয়ে অবস্থান ৩২ নম্বরে।
সিরিজের শেষ ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ১৩৯ রানের ঝলমলে এক ইনিংস। এ ছাড়া রোহিত শর্মার (২৬৪) বিশ্ব-রেকর্ডের দিন ৭১ রানের মূল্যবান এক ইনিংস খেলেন কোহলি। গোটা সিরিজে তার রান ৩২৯ (২২+৪৯+৫৩+৬৬+১৩৯)।
এমন অভিভূত পারফরম্যান্সের কল্যাণে আইসিসির ওয়ানডেতে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। কোহলির রেটিং পয়েন্ট ৮৬২। পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে (৮৩৪ পয়েন্ট)। আর শীর্ষে থাকা এ বি ডি ভিলিয়ার্সের ভাণ্ডারে সঞ্চিত আছে ৮৮৭ পয়েন্ট।
এদিকে, ৭৭৭ পয়েন্ট ঝুলিতে জমা করে আইসিসির সদ্য প্রকাশিত তালিকায় নিজের ৫ নম্বর জায়গা ধরে রেখেছেন শিখর ধাওয়ান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারলেও ভারতের ক্যাপ্টেন-‘কুল’খ্যাত মহেন্দ্র সিং ধোনি আছেন সেই ৭ নম্বরেই। অন্যদিকে, সিরিজে বিশ্ব-রেকর্ডের মালিক রোহিত শর্মা একেবারে ১৮ ধাপ টপকে নতুন তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন।
সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৫৯৯ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের অবস্থান ৩২ নম্বরে; তামিম ইকবালের অবস্থান ৩৫। বাংলাদেশের এই হার্ডহিটার ওপেনারের অর্জন ৫৮২। আর ৩৮তম অবস্থানে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৫৭৭ পয়েন্ট।