ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপি কিশোরী ফুটবল প্রতিযোগিতা


প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

“হয়ে আলোর দিশারী, এগিয়ে যাচ্ছে কিশোরী” এ স্লোগানকে সামনে রেখে কিশোরীদের শারীরিক-মানসিক বিকাশ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপি কিশোরী ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে ডিয়াকোনিয়ার সহযোগিতায় মানবকল্যাণ পরিষদ আয়োজিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান মিয়া।

এসময় বক্তব্য দেন মিসেস এহিয়া রউফ, সাদেকুল ইসলাম, মৌসুমী রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় মথুরাপুর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জগন্নাথপুর মেরিট কিন্ডার গার্টেন অ্যান্ড উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

"
এ ফুটবল প্রতিযোগিতায় ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নিচ্ছে। খেলা উপভোগ করতে মাঠে অসংখ্য দর্শক সমাগম হয়।

রবিউল এহ্সান রিপন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।