বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সাবেক মন্ত্রীকে শোকজ


প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫
সরকার দলীয় এমপি এবং সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম

বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় জামালপুর-১ আসনের সরকার দলীয় এমপি এবং সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালামকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানো নোটিশ দিয়েছে জেলা আওয়ামী লীগ।

রোববার রাত সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ দলীয় মেয়র প্রার্থী শাহনেওয়াজ শাহেনশার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার ভাতিজা বিদ্রোহী প্রার্থী নূরুন্নবী অপুর পক্ষে নির্বাচনে কাজ করছেন।

একই সঙ্গে তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শন ও স্থানীয় প্রশাসনকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে প্রভাবিত করছেন।

এ অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা আ.লীগের সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে কেন তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে জেলা আওয়ামী লীগ সাত দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলেছে।

শুভ্র মেহেদী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।