রাজশাহীতে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

নগরীতে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, মুঠোফোন ও বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উদ্ধার করা হয়।

নগরীর বিভিন্ন এলাকায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা কার্যালয়ে রেবাবার দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেফতারদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর হেতেম খাঁ এলাকার নিজাম উদ্দিনের ছেলে নাজমুল (২৪), কাদিরগঞ্জ এলাকার বাবুর ছেলে এলিম (২৪), নতুন বিলসিমলা এলাকার শেখ মুজিবরের ছেলে সূর্য (২৭), কাদিরগঞ্জ এলাকার মৃত সাহেব জানের ছেলে বিপুল (৩২), দড়িখরবোনা এলাকার আজাহার আলীর ছেলে রাহাত আল ইসলাম (২৫)।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, ৯ ডিসেম্বর রাতে যশোরের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক ড. আল মামুন সরকার রেলওয়ে স্টেশন থেকে রিকশাযোগে নগরীর বিনোদপুরে তার বাড়িতে ফিরছিলেন। পথে নগরীর তালাইমারী নর্দান ইউনিভার্সিটি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, শিক্ষার সনদ ও ব্লেজার কেড়ে নিয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি অধিকতর তদন্তের জন্য ১২ ডিসেম্বর মহানগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়।

তিনি বলেন, দায়িত্ব পেয়ে ছিনতাই হওয়া মামলা উদ্ধার করতে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তের এক পর্যায়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে প্রথমে নগরীর নতুন বিলসিমলার সূর্য নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে কাদিরগঞ্জের এলিমকেও গ্রেফতার করে পুলিশ। ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছিনতাইয়ের বাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধারসহ হেতেমখাঁর নাজমুলকে গ্রেফতার করা হয়। পরে কাদিরগঞ্জের বিপুল ও দড়িখরবোনার রাহাত আল ইসলামকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জাহিদুর রহমান ও পরিদর্শক মেহেদী হাসানসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।