ক্রিকেটে ফিরতে চান শাহাদাত


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

গৃহকর্মী নির্যাতনের অপরাধে দুইমাস জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে শনিবার বিসিবি কার্যালয়ে এসেছিলেন জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজিব। ৮ ডিসেম্বর জামিন পাওয়ার পর এই প্রথম বিসিবিতে আসলেন হাঁটুর ইনজুরিতে ভুগতে থাকা এই ক্রিকেটার।

শনিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এসে সরাসরি জাতীয় ক্রিকেট দলের ফিজিও দেবাশিষ চৌধুরীর সঙ্গে দেখা করেন তিনি। এরপর অল্প সময় কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। ওই সময়ই তিনি জানান, জামিনে থাকার সময়টাতে ফিটনেস নিয়ে কাজ করতে চান এবং নিজেকে আবারও ক্রিকেটে ফিরিয়ে আনতে চান তিনি।

বিসিবি থেকে কেমন আতিথেয়তা পেলেন? এমন প্রশ্নে শাহাদাত বলেন, ‘এখানে চিকিৎসার জন্য এসেছি। আমার সঙ্গে বিসিবির কোনো সমস্যা নেই। আমি জানিও না তারা কি করবে। বিসিবি প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিবেন এবং সে যা ভালো বুঝবেন তাই করবেন।’

একটি জাতীয় দৈনিক পত্রিকাকে শাহাদাত বলেন, ‘আমি জানি না এটা কিভাবে হলো। কাজটা ভুল-খারাপ যাই হোক না কেন, আমি এ থেকে মুক্তি চাই, আবারও খেলায় ফিরতে চাই। মেয়েটার (কাজের মেয়ে) ভবিষ্যতের দায়িত্ব নিয়ে আমি ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত আছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে শাহাদাতের বলেন, ‘আমি বিপিএল খেলতে চেয়েছিলেম। ফিজিও সবুজ সংকেতও দিয়েছিলেন। খারাপ লাগছে বিপিএল মিস করেছি বলে। তবে এখন আমি আবার নতুন করে শুরু করতে চাই। খুব তাড়াতাড়ি ক্রিকেটে ফিরতে চাই এবং আশাকরি জাতীয় দলে আমি আমার জায়গা পুনরুদ্ধার করতে পারবো।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।