আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে খুশি হতেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জিতলে খুশি হতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন।
রোববার রাতে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও জার্মানি। খেলায় ১-০ গোলে জয়ী হয় জার্মানি। প্রধানমন্ত্রী ব্রাজিলের সমর্থক হলেও তার দল সেমিফাইনালে ৭-১ গোলে জার্মানির সঙ্গে পরাজিত হয়।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে বসেন একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকের শুরুতেই বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রী আর্জেন্টিনার পক্ষে তার সমর্থনের কথা জানিয়ে বলেন, ‘রাত জেগে খেলা দেখেছি। মেসি কোনো গোল পেল না। আর্জেন্টিনা গোল দিলে খুশি হতাম।’
আলোচনায় অংশ নিয়ে আর্জেন্টিনার পারফরম্যান্সের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে উপস্থিত ওই মন্ত্রী আরও জানান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অনেকটা রসিকতার ছলে বলেন, ‘মেসি একটা ফাউল খেলোয়াড়। এত গুরুত্বপূর্ণ খেলায় একটা গোলও করতে পারেনি।’