অভিজিত খুন হয় ফেব্রুয়ারিতে


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

শেষ প্রান্তে ২০১৫। এবার নতুন বছরকে স্বাগত জানানোর পালা। তবে নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে বছরের প্রতিটি মাস, এর মধ্যে ফেব্রুয়ারি ছিলো একটু ব্যতিক্রম। এ মাসে রাজনৈতিক সংকটের সঙ্গে যুক্ত হয় নতুন সংকট। এ মাসেই  খুন হন ব্লগার অভিজিৎ। মাস ভিত্তিক আলোচিত ঘটনা নিয়ে জাগো নিউজের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে ফেব্রুয়ারি মাসের চিত্র।

১ ফেব্রুয়ারি
# গ্রেফতার আতঙ্ক। দিনভর খালেদা জিয়ার কার্যালয়ে যাননি নেতা কর্মীরা।
# হরতালের কারণে পিছিয়ে যায় এসএসসি পরীক্ষা। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দেয় হতাশা।

২ ফেব্রুয়ারি
# শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ভেতর থেকে ৬১ কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ। ২০০ কোটি টাকা মূল্যের বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে বিমান জব্দ।

# এসএসসি পরীক্ষা আমলে না নিয়ে আবারো তিন দিনের হরতাল ঘোষণা করে বিএনপি। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা মহানগর জামায়াত-বিএনপির একশ` জনের তালিকা প্রকাশ এবং তাদের গ্রেফতারের নির্দেশ।

৩ ফেব্রুয়ারি
# রাজধানীসহ সারাদেশে নাশকতায় ১২ জনের মৃত্যু। আবারো হরতালের ঘোষণায় পিছিয়ে যায় এসএসসি পরীক্ষা।
# নাশকতায় দেশব্যাপী যাত্রী ও পণ্য পরিবহণে ২১৬টি স্থান চিহ্নিত করে নিরাপত্তার পরিকল্পনা করে র্যা ব।

৪ ফেব্রুয়ারি
# সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, দেশে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি। ওই স্বপ্ন দেখে লাভ নেই।
# যশোরে বিজিবি দফতরে বোমা হামলা।

৫ ফেব্রুয়ারি
# হরতাল অবরোধের প্রতিবাদ ও বন্ধের দাবিতে গুলশানে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি। পরে খালেদার কার্যালয় ঘেরাও করতে গেলে সরিয়ে দেয় পুলিশ।
# জামিন অযোগ্য, দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবনের শর্ত রেখে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগের উদ্যোগ সরকারের।

৬ ফেব্রুয়ারি
# মাঠ প্রশাসনে অস্বস্তি স্বত্ত্বেও বিএনপির সঙ্গে আলোচনায় রাজি নয় আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত।
#গাইবান্ধায় পেট্রলবোমা হামলায় নিহত ৪।

৭ ফেব্রুয়ারি
# জাতীয় সংলাপের উদ্যোগ বিশিষ্ট নাগরিকদের।
# গাইবান্ধায় মৃতের সংখ্যা বেড়ে ৭। সেই সঙ্গে সারাদেশে নিহতের সংখ্যা ১০। রাতে বাস চালানোর ক্ষেত্রে পুলিশের আপত্তি।

৮ ফেব্রুয়ারি
# জাবি ছাত্র জুবায়ের হোসের হত্যাকাণ্ডে ছাত্রলীগের ৫ নেতাকর্মীর মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড।  
# মৈত্রী ট্রেনে বোমা হামলায় নিহত ২।

৯ ফেব্রুয়ারি
# রাজনৈতিক সংলাপের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বরাবর বিশিষ্ট নাগরিক সমাজের চিঠি।  
# নাশকতার আশঙ্কায় রাত ৯টার পর বাস চলাচল বন্ধে সরকারের নির্দেশ।

১০ ফেব্রুয়ারি
#নাইকো মামলা নিয়ে বিপাকে সরকার। নাইকোর আইনজীবী তৌফিককে অব্যাহতি।
# ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের গাড়ীতে অগ্নিসংযোগ। সারাদেশে পেট্রলবোমায় দগ্ধ ১১।

১১ ফেব্রুয়ারি
# রাজধানীর স্কুলে ও বাসে আগুন। চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে আহত ৫।  
#সংলাপে বসতে প্রধানমন্ত্রীর প্রতি ইইউ’র আহ্বান। নিজেদের কর্মের পরিণতি সম্পর্কে সবাইকে ভাবতে গিবসনের অনুরোধ।

১২ ফেব্রুয়ারি
# স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জাতিসংঘের। সমন্বয়কের দায়িত্ব দিয়ে তারানকোকে বাংলাদেশে প্রেরণ।  
# রাজধানীজুড়ে বোমা আতঙ্ক।যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ ৩।

১৩ ফেব্রুয়ারি
#২০ দলীয় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। বাধা দিলে সর্বাত্মক হরতালের হুমকি।
#সংলাপের তাগিদ। শামসুল হুদাকে প্রধান করে বিশিষ্ট নাগরিকদের ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

১৪ ফেব্রুয়ারি
# সীতাকুণ্ডে নাশকতার চেষ্টা। পুলিশের গুলি, নিহত ১।
#২০ দলীয় জোটের ঝটিকা মিছিল। বাধার অভিযোগে ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা।

১৫ ফেব্রুয়ারি
#জাতিসংঘ ও সরকারের সমিক্ষা প্রতিবেদন প্রকাশ। সুন্দরবনে তেলবাহী জাহাজ ডুবিতে দীর্ঘ মেয়াদে ক্ষতির আশঙ্কা।
# সহিংসতা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা এবং হরতাল ও অবরোধের নামে প্রাণঘাতী কর্মসূচি বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের।

১৬ ফেব্রুয়ারি
#সংকট ঘনিভূত হলেও ডিসিসি নির্বাচনের উদ্যোগ সরকারের।
#খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ককটেল হামলা।

১৭ ফেব্রুয়ারি
#শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বানকি মুনের চিঠি, সংলাপে বসুন।
#হরতাল কর্মসূচি শেষ না হতেই আবারো হরতালের ঘোষণা। আবারো পিছিয়ে যায় এসএসসি পরীক্ষা।

১৮ ফেব্রুয়ারি
# আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াত নেতা সুবহানের ফাঁসি ও কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ।
#ফতুল্লার বদলা ক্যানবেরায়। ১০৫ রানে আফগানিস্তানকে পরাজিত করেছে বাংলাদেশ।

১৯ ফেব্রুয়ারি
#৫ জানুয়ারির নির্বাচন ছিল ব্যর্থ।যুক্তরাষ্ট্রের হার্ভাড ও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত নির্বাচনী প্রকল্প ‘ইলেক্ট্ররাল ইন্টিগ্রিটি প্রজেক্ট (ইআইপি)’ আওয়ামী লীগের প্রত্যাখান।
#হরতাল অবরোধে সারাদেশে দগ্ধ ১৩, চাঁদপুরে ট্রেনে আগুন।

২০ ফেব্রুয়ারি
#আওয়ামী লীগের না, বিএনপি’র হ্যাঁ। বিদেশিদের চেষ্টায় সরব রাজনীতি। চলছে অনবরত, সমঝোতার চেষ্টা।
#২১ ফেব্রুয়ারিতেও অবরোধ থাকছে। আরো ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা।

২১ ফেব্রুয়ারি
#শহীদ মিনারে যাননি খালেদা জিয়া। কার্যালয়েই মোনাজাত। অবরোধ ও হরতাল চলমান।  
#বাংলাদেশ সফরে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। তিস্তার পানি নিয়ে চিন্তা না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান।

২২ ফেব্রুয়ারি
#মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটে লঞ্চ ডুবে ৪৩ জনের প্রাণহানি।
# বিশ্বকাপ খেলতে যাওয়া আল আমিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশে ফেরত পাঠানো হয়।

২৩ ফেব্রুয়ারি
#ডিসিসি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে নির্দেশ সরকারের।
#আল আমিনকে দেশে ফেরত পাঠানোকে কেন্দ্র করে বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়রা ক্ষুব্ধ।

২৪ ফেব্রুয়ারি
#স্বশস্ত্র বাহিনীকে প্ররোচনার অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে মামলা। আটকের ২১ ঘণ্টা পর মান্নাকে গুলশান থানায় সোপর্দ।  
# বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি গেইলের হাত দিয়ে। ১০ চার ও ১৬ ছক্কায় সাজানো ইনিংসে  ১৪৭ বলে ২১৫ রান।

২৫ ফেব্রুয়ারি
# মাহমুদুর রহমান মান্না ২০ দিনের রিমান্ডে ।
#খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পৌছায়নি থানায়। হরতাল অবরোধ আবারো পিছায় এসএসসি পরীক্ষা।

২৬ ফেব্রুয়ারি
#লেখক ব্লগার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী অভিজিত রায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা।
#ডিসিসি নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল দক্ষিণে খোকন। দ্বিধায় বিএনপি।

২৭ ফেব্রুয়ারি
#  অভিজিত রায়কে হত্যার দায় আনসারুল্লাহ বাংলা টিমের স্বীকার।
#৬৬ বলে ১৬২ রান। ১৭ চার ও ৮ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আফ্রিকান এবি ডি ভিলিয়ার্সের তাণ্ডব।

২৮ ফেব্রুয়ারি
#এসএসসি পরীক্ষা আরো ২ দিনের জন্য স্থগিত।

জেইউ/আরএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।