সরকারি ভবনে দুই বছরের মধ্যেই সোলার প্যানেল


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সরকারি ভবনসমূহে আগামী দুই বছরের মধ্যে সোলার প্যানেল স্থাপন করা হবে। এজন্য ইডকল, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে কার্যকরী পরিষদ গঠনের জন্য গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে নির্দেশ প্রদান করেন তিনি।

রোববার বিদ্যুৎ ভবনে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্প্রেডার উদ্যোগে আয়োজিত “ছাদে সৌরবিদ্যুৎ বাংলাদেশের জন্য টেকসই বিকল্প শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়েস্ট-টু-এনার্জি ইত্যাদি প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে না পারলে বুড়িগঙ্গা বাঁচবে না আর বুড়িগঙ্গা না বাচঁলে ঢাকা বাঁচবে না। এসময় গণপূর্ত মন্ত্রী স্প্রেডার জন্য পূর্বাচলে জমি বরাদ্দের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিং- এর সুবিধা থাকতে হবে। তিনি রিহ্যাব -কে সৃজনশীলভাবে আবাসন তৈরি আহ্বান করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কর্মশালায় বলেন, বাংলাদেশে ৪৪ লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। গ্রামের মানুষ পারলে শহরের মানুষ কেন পারছে না, তা ভেবে দেখার সময় এসেছে। ছাদে সোলার হোম সিস্টেম স্থাপনে বেসরকারি বিনিয়োগকারীদের আরো এগিয়ে আসতে হবে। জ্বালানি সাশ্রয়ী ভবন নির্মাণে স্প্রেডার কাছ থেকে প্রত্যায়নপত্র নেয়ার ব্যবস্থা করা গেলে ভবনগুলো গ্রিন ও ক্লিন হবে।

বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মাঝে গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও স্প্রেডার চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি বক্তব্য রাখেন।

এসএ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।