মাশরাফিদের প্রাথমিক দল নির্বাচন


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

বিপিএল শেষে আবারো ব্যস্ত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের আগে শর্ট ফরম্যাটের সিরিজ খেলতে জানুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তারপরই এশিয়া কাপ ও মার্চে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আসর। এই দুই বড় টুর্নামেন্টকে সামনে রেখে প্রাথমিক দল নির্বাচন করেছে বিসিবি। আর আগামী দুই-তিন দিনের মধ্যে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটারের প্রাথমিক দল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তবে, কারা ডাক পেয়েছেন এই বিষয়ে পরিষ্কার করেননি তিনি।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টির সাথে টেস্টের অন্তর্ভুক্তি হবে কিনা, এই বিষয়টি এখনও চূড়ান্ত করেনি বিসিবি। তবে, বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, জিম্বাবুয়েসহ আরও একটি দলের সাথে খেলা গেলে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টাইগারদের প্রস্তুতিতে যোগ হতো বাড়তি মাত্রা।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সের উপর ভিত্তি করে তৈরি করা নতুন গ্রেডিং। যাতে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানান প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তবে নতুন তালিকায় দুই একজন ক্রিকেটারের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। আর বিসিবির সাথে এবারের চুক্তিতে বড় কোনো পরিবর্তন না থাকলেও দুই-একজন ক্রিকেটারের অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা জানান এই প্রধান নির্বাচক।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।