ফেসবুকে খালেদা জিয়া


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

দলীয় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব হওয়ার নির্দেশনা দেয়ার পর এবার ফেসবুকে যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, দলের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যেই তা বাস্তবায়ন হবে। খালেদা জিয়ার এ ফেসবুক পেজে চলমান পৌর নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন দিক নির্দেশনা থাকবে।

এছাড়া সমসাময়িক রাজনৈতিক সিদ্ধান্ত, অভিযোগ, বক্তব্য, মন্তব্য সবই স্থান পাবে এই ফেসবুক পেজে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমানে দেশের তরুণদের বড় একটি অংশই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয়। বিএনপি নেত্রী ফেসবুকে যোগ দিলে তাদের কাছাকাছি আসা সম্ভব হবে। এতে জনগণের পরামর্শ, অভিযোগসহ সার্বিক বিষয়ে দল উপকৃত হবে।

এমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।