জামালপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ


প্রকাশিত: ০২:৫৩ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়িতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আ.লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার রাত ৯টার দিকে সরিষাবাড়ি পৌরসভার আ.লীগ দলীয় মেয়র প্রার্থীর একটি নির্বাচনী মিছিল উপজেলা বিএনপি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দু`পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। দু`পক্ষের মধ্যে আধঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও বেশকটি দোকান ভাঙচুর, দু`টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুরের  পুলিশ সুপার নিজাম উদ্দিন জানিয়েছেন দু`পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শুভ্র মেহেদী/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।