শিক্ষক মানবতার সেবক : ঢাবি উপাচার্য
শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায় এবং একজন শিক্ষক মানবতার সেবক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শনিবার সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহসানিয়া মিশন প্রাঙ্গনে খান বাহাদুর আহসানউল্লার ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হজরত খান বাহাদুর আহসানউল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মন্তব্য করে তিনি আরো বলেন, তিনি পরীক্ষার খাতায় নাম নয়, রোল নম্বর লেখার নিয়ম চালু করেছিলেন। অসাম্প্রদায়িক চেতনার ধারক হজরত খান বাহাদুর আহসানউল্লা স্কুল কলেজের হোস্টেলে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের ছাত্রদের থাকার নিয়মও প্রবর্তন করেন।
উপাচার্য বলেন, ১৯৭১ এ পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যা চালিয়ে ৩০ লাখ সন্তানকে হত্যার পরও এখন তা অস্বীকার করছে। এই মিথ্যাচারের জন্য গণতন্ত্রের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছে।
মো. সেলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
এআরএ/আরআইপি