স্টোক সিটির কাছেও হেরে গেলো ম্যানইউ


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

হোসে মরিনহোর ভাগ্য তাহলে শেষ পর্যন্ত বরণ করতেই হচ্ছে লুই ফন গালকে। কারণ একের পর এক হারছেই শুধু ম্যানইউ। সর্বশেষ আজ সন্ধ্যায় স্টোক সিটির কাছেও হারতে হলো ফন গালের শিষ্যদের। ব্রিটানিয়া স্টেডিয়ামে গিয়ে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরে এলো রেড ডেভিলরা। চ্যাম্পিয়ন্স লিগ আর প্রিমিয়ার লিগ মিলিয়ে এ নিয়ে মোট ৭ ম্যাচ জয় বঞ্চিত ম্যানইউ। এর মধ্যে হেরেছে ৪টিতেই।

স্টোক সিটির কাছে এই হারের ফলে পয়েন্ট তালিাকয় ম্যানচেস্টার ইউনাইটেড চলে গেলো আরও পেছনে। ১৮ ম্যাচ শেষে ২৯ পযেন্ট নিয়ে এখন তারা অবস্থান করছে ৬ষ্ঠ স্থানে। সমান সংখ্যক খেলায় স্টোক সিটির পয়েন্ট ২৬, অবস্থান অষ্টম। ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে লেস্টার সিটি।

গত ম্যাচেই ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন ওয়েন রুনি। তবুও নরউইচ সিটির কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল ফন গালের শিষ্যরা। এরই ফাঁকে যখন ম্যানইউর ডাচ কোচের চাকরি নিয়ে আলোচনা তুঙ্গে, তখন রুনিই দাঁড়ালেন ফন গালের পক্ষে। তার চাকরি বাঁচানোর লড়াই শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু, স্টোক সিটির বিপক্ষে ম্যাচে রুনিকে বাদ দিয়েই একাদশ গঠন করলেন ম্যানইউ কোচ। তার পরিবর্তে দলে নেয়া হলো অ্যান্ডার হেরেরাকে।

তবুও টানা চতুর্থ পরাজয় ঠেকাতে পারলেন না ফন গাল। স্টোক সিটির মাঠে গিয়ে লজ্জাজনক পরাজয় মাথায় নিয়েই বাড়ী ফিরতে হলো তাদের। খেলার শুরু থেকেই ম্যানইউর ওপর চড়াও হতে থাকে স্টোক সিটি। এরই ধারাবাহিকতায় ১৯ মিনিটেই গোলের দেখা পেয়ে গেলো স্বাগতিকরা। গ্লেন জনসনের পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে ম্যানইউর জালে বল জড়িয়ে দেন বোজান কিরকিক।

এরপর ৭ মিনিট যেতে না যেতেই আবারও গোল। সিট পিচ অবস্থান থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে রেড ডেভিলদের পরাজয়ের কফিনে আবারও পেরেক ঠুকে দেন মার্কো আর্নাটোভিক। খেলার ফল তখনই লেখা হয়ে গিয়েছিল। তবুও ম্যানইউ বেশ চেষ্টা করেছিল পরাজয় ঠেকাতে। কিন্তু ব্যর্থতাতেই পর্যবসিত হলো তাদের সব চেষ্টা।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।