বছরে পাচার হচ্ছে ১ লাখ কোটি টাকা


প্রকাশিত: ১২:১২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

প্রতিবছর দেশ থেকে প্রায় এক লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যা দেশের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলা-২০১৫ পরিদর্শনকালে মেয়র এ মন্তব্য করেন।

এসময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিউল হক, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া সহ রিহ্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আনিসুল হক বলেন, আবাসন শিল্পে বর্তমান সময়টা ভাল যাচ্ছে না। বিভিন্ন লিংকেজ শিল্প আবাসন খাতের সঙ্গে জড়িত রয়েছে। তাই এ খাত উন্নয়নে  সরকারের সাহায্য করা উচিত।
 
উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  পাঁচ দিন ব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। চলবে ২৭ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত।

মেলায় প্রায় দেড় শতাধিক স্টল রয়েছে। এর মধ্যে কো-স্পন্সর হয়েছে ১৬টি। বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে ২৬টি প্রতিষ্ঠান।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।