বিসিবির চুক্তিতে মুস্তাফিজ-সৌম্য-সাব্বির!


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

অভিষেকের পর থেকেই একের পর এক ঝলক দেখিয়ে এসেছেন মুস্তাফিজুর রহামান। ২০১৫ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্বপ্নের মত কাটানো সময়ের অন্যতম কারিগর ছিলেন এই নবীন তারকা। আর তার সঙ্গে সৌম্য সরকার এবং সাব্বির রহমানও দুর্দান্ত সময় কাটিয়েছেন। আর তার পুরস্কার হিসাবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন এই টাইগাররা।

২০১৫ সালে বিসিবির চুক্তিতে ছিলেন ১৪ জন খেলোয়াড়। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে এবার তা বেড়ে ১৫জন হতে পারে। মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং সাব্বির রহমানের সঙ্গে যোগ হতে পারেন লিটন দাসও। আর দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় এবারের চুক্তি থেকে বাদ পড়তে পারেন সফিউল ইসলাম এবং আল-আমিন হোসেন।

বর্তমান বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়ঃ
(এ+) মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। (২ লাখ টাকা)
(এ) মাহমুদউল্লাহ। (১ লাখ ৭০ হাজার টাকা)
(বি) রুবেল হোসেন, নাসির হোসেন ও ইমরুল কায়েস। (১লাখ ১০ হাজার টাকা)
(সি) এনামুল হক, মুমিনুল হক ও শফিউল ইসলাম। (৯০ হাজার টাকা)
(ডি) তাইজুল ইসলাম, আল আমিন ও আরাফাত সানি। (৬০ হাজার টাকা)
অধিনায়ক এবং সহঅধিনায়কের দায়িত্ব পালনকারীরা বোনাস হিসেবে (বেতনের বাইরে) পান ২০ হাজার ও ১০ হাজার টাকা করে।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।