প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ১১:১১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে প্রথমার্ধ শেষে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দারুণ কিছু সুযোগ পেয়েও স্ট্রাইকারদের ব্যর্থতায় পিছিয়ে থাকতে হয় বাংলাদেশ দলকে।

শনিবার কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ছন্নছাড়াভাবে খেলতে থাকে দুই দল। ম্যাচের প্রথম ২৫ মিনিটে কোন দলই গোছানো ফুটবল খেলতে পারেনি। ১২ মিনিট রায়হানের লম্বা থ্রো থেকে সতীর্থ হয়ে ডান প্রান্তে ফাঁকায় বল পেয়েছিলেন জাহিদ। তবে তার নিয়ন্ত্রণহীন শট চলে যায় বারপোস্টের অনেক বাইরে দিয়ে।

২৬ মিনিটে দারুণ সুযোগ হারায় বাংলাদেশ। বাঁপ্রান্ত ওয়ালি ফয়সালের দুর্দান্ত ক্রসে দারুণ হেড করেছিলেন জাহিদ। কিন্তু তার হেড বারপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ দল। এরপর থেকেই দারুণ গুছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তিন মিনিট পর গোল করার সবচেয়ে সহজ সুযোগ মিস করেন রনি। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এই ফরোয়ার্ড। জামালের দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে কিছুটা সময় ক্ষেপণ করেন তিনি। ফলে মালদ্বীপের গোলরক্ষক এগিয়ে এসে ঝাঁপিয়ে পোড়ে সে চেষ্টা ব্যর্থ করে দেন।

এরপর বল পায়ে রেখে খেলতে থাকে বাংলাদেশ। তবে ধারার বিপরীতে ৪১ মিনিটে মালদ্বীপের এক খেলোয়াড়ের শট বারপোস্টের মধ্যে ওয়ালি ফয়সালের হাতে লাগলে পেনাল্টি পায় মালদ্বীপ। আর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলী আশফাক।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।