বরিশালে প্রচারণায় ৪ মামলার আসামি


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

নাশকতার ৪ মামলায় পরোয়ানা নিয়ে বরিশালের গৌরনদী পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী শরীফ শফিকুর রহমানের পক্ষে প্রচারণা চালিয়েছেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

শনিবার বেলা ১১টার দিকে গৌরনদী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের টরকী বাসস্ট্যান্ড, কসবা এবং টরকীর চর এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন তিনি। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ টরকী বন্দরে পৌঁছার আগেই সটকে পড়েন আগৈলঝাড়া ও গৌরনদী থানায় নাশকতার ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আকন কুদ্দুসুর রহমান।

কুদ্দুস ছাড়াও গৌরনদীতে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, কামরুল ইসলাম স্বজল, দেওয়ান মো. শহীদুল্লাহ এবং গৌরনদীর বিএনপি নেতা আবুল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। পরে মেজবাউদ্দিন ফরহাদ পৌরসভার আশোকাঠী বাসস্ট্যান্ডে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।

ওয়ারেন্টভুক্ত আসামির নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার বিষয়ে গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আকন কুদ্দুস গৌরনদী থানার ২টি নাশকতার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। টরকী বন্দরে তার আসা এবং বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক টরকী বন্দরে গিয়ে তন্নতন্ন করে খোঁজাখুজি করে। কিন্তু কুদ্দুসকে পাওয়া যায়নি। তারপরও ওয়ারেন্টভুক্ত আসামি কিংবা সন্ত্রাসীরা যাতে পৌর নির্বাচনে প্রচারণায় অংশ নিতে না পারে সে জন্য পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।