মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

বড় দিনের সকালে ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ অ্যান্দ্রেস মোরিনো সেপুলভেদা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সনোরা শহরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দ্রেস দুই মাস আগে নিজের ওজন কমাতে হাসপাতালে সার্জারি করেন। তবে তার ওই সার্জারি ছিল অত্যন্ত কঠিন। কেননা এর আগে চিকিৎসকরা এ ধরনের কোনো সার্জারির মুখোমুখি হননি।

সে সময় পাকস্থলিতে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর তার ওজন কমে ৩শ ২০ কিলোগ্রাম হয়েছিল। চিকিৎসকরা তাকে জানান, নির্দিষ্ট কিছু বিষয় মেনে চললে তার ওজন ৮৫ কিলোগ্রামে নেমে আসতে পারে। কিন্তু তার আগেই চলে গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষের এই খেতাবজয়ী মেক্সিকান।

অ্যান্দ্রেসকে গত মাসে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অটোগ্রাফ সম্বলিত একটি টি শার্ট উপহার দেন। তার ওজন কমাতে উৎসাহিত করতে রোনালদো ওই টি শার্ট উপহার দেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।