ইয়েমেনে সৌদি রাজপুত্র নিহত


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের অনুগত গণবাহিনী ও সরকারি সেনাদের যৌথ বাহিনী দেশটির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত মা’রিব প্রদেশে আগ্রাসী সৌদি সেনাদের ওপর পাল্টা হামলা চালিয়ে একজন সৌদি রাজপুত্রকে হত্যা করেছে। খবর আইআরআইবি।

সহকারী ইনস্পেক্টর জেনারেল আমির মুহাম্মাদ বিন মুসায়িদ বিন জালাওয়ি নামের এই সৌদি রাজপুত্র তার কয়েকজন সহযোগীসহ আলহাজার অঞ্চলে ইয়েমেনি সেনাদের হামলায় নিহত হয়। সা’দা প্রেস নিউজ শুক্রবার এ খবর প্রকাশ করেছে। এ বিষয়ে সৌদি সরকারের কোনো মন্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে আনসারুল্লাহ’র সেনারা এ অঞ্চলে সৌদি সরকারের পক্ষ হয়ে লড়তে-আসা একদল ভাড়াটে সেনাকে হত্যা করে।

আল-আহদ বার্তা সংস্থা জানিয়েছে, ইয়েমেনের সরকারি সেনারা দেশটির উত্তরাঞ্চলে আল জা’ফ প্রদেশে কয়েকটি সংঘর্ষের ঘটনায় আমিরাতের ৯ জন সেনা কর্মকর্তাসহ অন্তত ৪৮ সেনাকে বন্দী করতে সক্ষম হয়েছে।  এ ছাড়াও ১৩০ জনেরও বেশি ভাড়াটে সেনাকে বন্দী করেছে ইয়েমেনের সরকারি সেনারা।

সৌদি সরকারের নেতৃত্বাধীন কয়েকটি দেশের সামরিক জোট ইয়েমেনে সৌদি রাজার পছন্দের সরকার গঠনের জন্য দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৬ মার্চ থেকে এ হামলা শুরু হয়। শত শত শিশু ও নারীসহ অন্তত ৭ হাজার বেসামরিক ইয়েমেনি নাগরিক এসব হামলায় নিহত হয়। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে নির্বিচার সৌদি হামলায়।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।