টি-টোয়েন্টির সেরার তালিকায় সাব্বিরের ইনিংস


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

২০১৫ সালটা স্বপ্নের মতোই কেটেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এবছরই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা জয়টি পায় বাংলাদেশ। সেই ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেন সাব্বির রহমান। এবার দুর্দান্ত সেই ইনিংসের স্বীকৃতিও পেলেন তিনি। ভারতের জনপ্রিয় অনলাইন সংবাদপত্র টাইম অব ইন্ডিয়া সাব্বিরের ৩২ বলে ৫১ রানের ‘ঝড়ো’ ইনিংসটিকে ২০১৫ সালের সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের তালিকায় জায়গা দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার দৃষ্টিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবয়ান দানব ক্রিস গেইলের ৩১ বলে ৭৭ রানের ‘বিধ্বংসী’ ইনিংসটি এক নম্বরে রয়েছে। আর ঘরের মাঠ ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফন উইকের খেলা ৭০ বলে ১১৪ রানের ইনিংসটি রয়েছে দ্বিতীয় স্থানে।

এরপর তৃতীয় স্থানে রয়েছেন সাব্বির রহমান। ২০১৫ সালের এপ্রিলে ঘরের মাঠ মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সাব্বিরের খেলা ৩২ বলে ৫১ রানের ইনিংসটি রয়েছে তৃতীয় স্থানে। ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে তিনি এই রান করেন।

টাইমস অব ইন্ডিয়ার দৃষ্টিতে বছরের চতুর্থ সেরা টি-টোয়েন্টি ইনিংসটির মালিক আফগানিস্তানের গুলবদন নায়েব। বুলাওয়েলেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে নায়েবের খেলা ৩১ বলে ৫৬ রানের হার না মানা ইনিংসটি রয়েছে চতুর্থ স্থানে। আর ইংলিশ ব্যাটসম্যান জর্জ উর্কারের ৩৮ বলে ৬২ রানের ইনিংসটি রয়েছে পঞ্চম স্থানে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।