রাশিয়া থেকে রকেট ইঞ্জিন কিনছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৩:০২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

আমেরিকার দুটি কোম্পানি বেসামরিক ও বাণিজ্যিক খাতে ব্যবহারের জন্য রাশিয়া থেকে ২০টি রকেট ইঞ্জিন কেনার অর্ডার দিয়েছে। রাশিয়ার এ ধরনের রকেট ইঞ্জিন ব্যবহারের ওপর থেকে মার্কিন কংগ্রেস নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরপরই ওই অর্ডার দেয়া হয়। খবর আইআরআইবি।

আমেরিকার লকহিড মার্টিন ও বোয়িং কোম্পানির যৌথ সংস্থা ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স’ বা ইউএলএ জানিয়েছে, তারা রাশিয়া থেকে আরডি-১৮০ মডেলের রকেট ইঞ্জিন কেনার অর্ডার দিয়েছে। গত বছর এ সংস্থা ২৯টি রকেট ইঞ্জিনের অর্ডার দিয়েছিল।

ইউএলএ বলেছে, পাঁচটি অ্যাটলাস রকেট উৎক্ষেপণের জন্য রুশ ইঞ্জিনগুলো ব্যবহার করা হবে। আমেরিকায় এ ধরনের ইঞ্জিন তৈরি ও তা সার্টিফাইড করার আগ পর্যন্ত তারা রুশ ইঞ্জিন ব্যবহার করে যাবে। ইউএল’র মুখপাত্র জেসিকা রায় জানিয়েছেন, আগের অর্ডারের ইঞ্জিনগুলো সরবরাহ শেষ হওয়ার পর নতুন চালান শুরু করবে রাশিয়া। তিনি জানান, চলতি বছর এ পর্যন্ত আটটি ইঞ্জিন দিয়েছে রাশিয়া।  

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার আগে মার্কিন কোম্পানি ২৯টি রকেট ইঞ্জিনের অর্ডার দিয়েছিল। নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়াও পাল্টা পদেক্ষেপ হিসেবে আমেরিকার কাছে রকেট ইঞ্জিন বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এদিকে, রাশিয়ার রকেট ইঞ্জিন আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ওবামা সরকারের তীব্র সমালোচনা করে মার্কিন যুদ্ধবাজ সিনেটর জন ম্যাককেইন বলেছেন, এটি হচ্ছে সরকারের দ্বৈতনীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এখন তারাই তা তুলে নিচ্ছে। সরকার কোন মুখে ইউরোপের মিত্রদেরকে নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলবে?

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।