ছাত্রলীগ কর্মীর হাতে নারী চিকিৎসক লাঞ্ছিত


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ কর্মীর হাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে।

এসময় ওই চিকিৎসককে বাঁচাতে এলে হাসপাতালের জরুরী বিভাগের দু`জন কর্মচারীকেও মারধর করে ছাত্রলীগ কর্মী ফরহাদ (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রতিদিনের মতো রোগী দেখছিলেন ডা. স্বপ্না রানী। এসময় হাতীবান্ধার সিন্দুর্ণা ইউনিয়নের কলেজপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে ও ছাত্রলীগ কর্মী ফরহাদ হঠাৎ সেখানে ঢুকে ওই চিকিৎসকের বিরুদ্ধে এক রোগীকে সেবা না দেয়ার অভিযোগ তুলে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে ফরহাদ নারী চিকিৎসক স্বপ্না রানীকে লাঞ্ছিত করলে আশপাশের কর্মচারীরা ছুটে আসেন। এতে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আজমীর (২৫) আক্তার খাতুন (২২) ওই ছাত্রলীগ কর্মীর হাতে মারধরের শিকার হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরহাদকে আটক করে।
    
হাতীবান্ধা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. স্বপ্না রানী জাগো নিউজকে বলেন, আমাকে অতর্কিতভাবেই হামলা করে ওই ছেলেটি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে থানায় অভিযোগ দাখিল করা হবে বলে জানান তিনি।
 
হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জাগো নিউজকে বলেন, হাসপাতালের কর্তব্যরত এক নারী চিকিৎসক মারধরের ঘটনায় ফরহাদকে আটকের পর বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।