জামিনে মুক্ত অনুপ চেটিয়া


প্রকাশিত: ০২:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ থেকে হস্তান্তরকৃত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) নেতা অনুপ চেটিয়া দেশটির একটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। চারটি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। খবর- টাইমস অফ ইন্ডিয়ার।
 
গত ১১ নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফেরত নেয়ার পর উলফার সাধারণ সম্পাদক চেটিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। সেই মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে রাখা হয়েছিল কারাগারে।
 
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বছর বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন অনুপ চেটিয়া।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।