বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফর সূচি প্রকাশ


প্রকাশিত: ০৯:০২ এএম, ১৪ জুলাই ২০১৪

দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ আগস্ট ক্যারিবিয় দ্বীপের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে মুশফিকরা। এক মাসের বেশি সময় ওয়েস্ট ইন্ডিজে থাকবেন তারা।

সূচি অনুযায়ী- আগামী ২০, ২২, ও ২৫ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে দু’দল।একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে ২৭ আগস্ট। সর্বশেষ ৫-৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট ও ১৩-১৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় টেস্ট।

এই সিরিজ উপলক্ষে প্রায় দেড় মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের নবীন ও অভিজ্ঞ সকল ক্রিকেটার। কোচের সঙ্গে খারাপ ব্যবহার ও বিসিবি’র নিয়ম অমান্য করায় দেশে ছয় মাস ও দেশের বাইরে ১৮ মাস সকল প্রকার ক্রিকেট থেকে বহিষ্কৃত হয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০তে টেস্ট সিরিজ জিতেছিল লাল-সবুজরা। ওয়ানডেতেও ৩-০তে সিরিজ নিজেদের করে নেয় তারা। ২০১১ সালে বাংলাদেশে ১-০তে সিরিজ জিতে ক্যারিবিয়রা। ২০১২ সালে ২-০তে সিরিজ হারে টাইগাররা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।