টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুমিনুলের ইতিহাস


প্রকাশিত: ০৪:০১ এএম, ১৮ নভেম্বর ২০১৪

টেস্ট ব্যাটসম্যান হিসেবে ১৪ ধাপ উন্নতি হয়েছে মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান মুমিনুল হকের। তার অবস্থান এখন ১৬তে। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩.০৫ গড়ে রান গড়ায় তার রেটিং পয়েন্ট বেড়ে যায়। বাংলাদেশের কোন ব্যাটসম্যান এর আগে ২০ বেশি টেস্ট র‌্যাঙ্কিংয়ে আসতে পারেনি। সেই সুবাধে ইতিহাস গড়লেন মুমিনুল হক।

নিজেকে ধীরে ধীরে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন মুমিনুল হক। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে সাকিব ৩ ধাপ পিছিয়েছেন। যদিও তামিম ৩ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে ইমরুল কায়েস ১৯ ধাপ এগিয়ে ৯২তে অবস্থান করেছন।

অন্যদিকে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও পিছিয়েছেন সাকিব আল হাসান। দুই ধাপ পিছিয়ে সাকিব রয়েছেন ১৬ তম অবস্থানে। নতুন তুর্কি জুবায়ের হোসেন লিখন ৫৫ ধাপ এগিয়ে উঠেছেন ৫৮তম স্থানে। এছাড়া শফিউল ইসলামও ১২ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে রয়েছেন।

এছাড়া টেস্ট অলরাউন্ডার হিসেবে সাকিব তার আগের অবস্থান ধরে রেখেছেন। সবার ওপরেই অবস্থান করছেন দেশসেরা এই ক্রিকেটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।