যবিপ্রবিতে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হচ্ছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্থাপন করা হচ্ছে আধুনিক ডিজিটাল এক্সচেঞ্জ ও ৪৮ কোরের অপটিক্যাল ফাইবার ক্যাবল। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) এর তত্বাবধানে জাইকার আর্থিক সহযোগিতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কোরিয়ান প্রযুক্তির এই এক্সচেঞ্জ ও ক্যাবল স্থাপন করা হবে। যা বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম।
যবিপ্রবির জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল জানান, যবিপ্রবিতে আধুনিক ডিজিটাল এক্সচেঞ্জ ও ৪৮ কোরের অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে টেলিফোন এক্সচেঞ্জ রুম পর্যন্ত ৪৮ কোরের একটি অপটিক্যাল লুপ ড্রপ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ফলে টেলিফোন ও ইন্টারনেটের ক্ষেত্রে থ্রিজি ডিজিটাল উচ্চগতি সম্পন্ন সুবিধা পাওয়া যাবে। আর কোনো কনভার্টার ছাড়াই ১২০০ ডিজিটাল টেলিফোন নম্বরসহ ১৯৪টি ইন্টারনেট Asymmetric Digital Subscriber Line (ADSL) সুবিধা পাওয়া যাবে।
ডিজিটাল এক্সচেঞ্জ Troupe Play Service (TPS) স্থাপনের সুযোগ থাকবে। আর Troupe Play Service (TPS) স্থাপন করা হলে আইপি টিভি এর সুযোগও নিশ্চিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিটিসিএল এর পক্ষ থেকে একজন কর্মকর্তা সার্বক্ষণিক টেলিফোন এক্সচেঞ্জটির তদারকি করবেন। আর ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন ও তদারকির জন্য বিশ্ববিদ্যালয়কে কোনো খরচ বহন করতে হবে না। এই প্রকল্প বাস্তবায়ন করায় যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার বাংলাদেশ সরকার ও বিটিসিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
মিলন রহমান/এমএএস/আরআইপি