পৌর নির্বাচন হল জাতীয় নির্বাচনের মহড়া : হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ বলেছেন, পৌর নির্বাচন হলো জাতীয় নির্বাচনের মহড়া। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ বুঝিয়ে দেবে জাতীয় নির্বাচন দেওয়া জরুরি হয়ে পড়েছে।
তিনি বুধবার গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল্লাহ শহীদের নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, এখন আর মানুষ নৌকা চায় না। এই সরকার ভোট কারচুপি করতে অভ্যস্ত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন সজাগ। ভোট ছিনতাই এবং ভোট ডাকাতদের মোকাবিলা করতে তারা প্রস্তুত।
পৌরসভার মাস্টারবাড়ি বাজার এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, আলহাজ সিরাজ উদ্দিন কাঁইয়া, রিয়াজুল হান্নান, জাকির হোসেন মৃধা, হুমায়ুন কবির সরকার, অধ্যক্ষ ড. শহীদুজ্জামান, ডা. শফিকুল ইসলাম আকন্দ, শেখ আব্দুর রাজ্জাক, মর্জিনা আফসার, কাজীম উদ্দিন আহমেদ, নাহীন আহমেদ মোমতাজী, মোছলেহ উদ্দিন মৃধা, এস এম আবুল কালাম আজাদ, আফাজ উদ্দিন প্রধান, শাহজাহান মোড়ল প্রমুখ।
তিনি আরো বলেন, একজনের ভোট আরেকজন দেওয়াকেই ভোট ডাকাতি বলে। ভোট ডাকাতদের প্রতিহত করে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারেরা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন। আর এ পরিবেশ নিশ্চিত থাকলে কেউ ভোট ডাকাতির সাহস পাবে না। পুলিশও পারবেনা সরকারের চাহিদা পূরণ করে বাহবা নিতে।
হান্নান শাহ বলেন, নির্বাচন কমিশনের কাছে পুলিশের দাবি ছিল সাংবাদিকেরা যেন ভোটকেন্দ্রে যেতে না পারে। এটি বাস্তবায়িত হলে তারা সরকারের নীল নক্সার নির্বাচন পূরণ করার চেষ্টা করবে। পুলিশের এ আবেদনেই প্রমাণ হয় সরকার এখনও নীল নক্সার ভেতরেই রয়েছে। তবে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে সাংবাদিক প্রবেশাধিকার হরণ করেনি।
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি