সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৯:০১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার পারসিংড়া গ্রামের কপিলউদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৪) ও আপন হোসেন (২০), একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে শহরম আলী (২৮), গিয়াসউদ্দিনের ছেলে তছলিম হোসেন (২৫), জুলহাজ শেখের ছেলে হামিউল শেখ (১৮), নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০), নুরুল হোসেনের ছেলে আফজাল হোসেন (২২), আমজাদ আলীর ছেলে আখের আলী (৩৫), আাক্কান আলীর ছেলে শরীফ আলী (৩৮) এবং হায়াত আলীর ছেলে মিজানুর রহমান (৪০)।

বিজিবি মাদরা বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রব জাগো নিউজকে বলেন, সকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।