কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত অবৈধ পার্কিং সরানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে রাজধানীর কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত যত অবৈধ পার্কিং আছে তা সরিয়ে নেয়া হবে।

তিনি বলেন, বাস ও ট্রাক মালিক সমিতির নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এর ফলে এই এলাকায় আর যানজট সৃষ্টি হবে না। বুধবার বেলা সাড়ে ১১টায় গাবতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

আনিসুল হক বলেন, এ যানজট নিয়ে গোলটেবিল বৈঠকে আমাদের কথা শুনতে হয়। আমরা অবৈধ গাড়ি পার্কিং নিয়ে মানুষের কাছে কথা শুনতে চাই না। মালিক সমিতির নেতারা আমাকে কথা দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা অবৈধ পার্কিং সরিয়ে নিবেন। ফলে এসব এলাকায় আর যানজট থাকবে না।

টার্মিনালের শ্রমিক নেতাদের আহ্বায়ক মফিজুল হক ভেফু বলেন, আমরা মেয়র সাহেবকে কথা দিয়েছি এসব অবৈধ পার্কিং নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেয়া হবে।

বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন বলেন, আমাদের সঙ্গে মেয়রের কথা হয়েছে। ২৯ ডিসেম্বরের মধ্যে অবৈধ পার্কিং সরিয়ে নেয়া হবে বলে মেয়রকে কথা দিয়েছি।

জেইউ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।