আশুগঞ্জে গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৩


প্রকাশিত: ০৪:২৫ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত ১১টার দিকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা আশুগঞ্জ বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে মো. মোশারফ মিয়া (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা এলাকার মো. নয়ন মিয়ার ছেলে মো. খায়রুল ইসলাম (২২) ও নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (২৩)।

বুধবার ভোরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকায় একটি সিলভার রংয়ের প্রাইভেটকারকে থামার সংকেত দেন র‌্যাব সদস্যরা। কিন্তু প্রাইভেটকার চালক র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আশুগঞ্জ বাজারস্থ হাজী জহুরুল হক মুন্সি মার্কেটের সামনে থেকে প্রাইভেটকারটি আটক করে র্যাব।

এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা মো. মোশারফ মিয়া (২৫), মো. খায়রুল ইসলাম (২২) ও মো. আরিফুল ইসলামকে (২৩) আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনায় মাদক বহনকারী প্রাইভেটকারটিকেও আটক করে র‌্যাব।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।