আজকের জোকস : ২৩ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:১৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী রেগে গিয়ে স্বামীকে-
স্ত্রী : তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন? তুমি বলতে পারো না, আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান।

ঠিক তখনই স্বামী কি যেন একটা খুঁজছিল। তাই দেখে স্ত্রী রাগমুখেই জিজ্ঞাসা করল, ‘কী খুঁজছো?’ স্বামী তখন আমতা আমতা করে বলল, ‘ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা...।’

****

শিক্ষক : তোমরা আমায় কথা দাও, কখনো সিগারেট খাবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার, খাব না।
শিক্ষক : মেয়েদের পিছনে পিছনে ঘুরবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার ঘুরব না।
শিক্ষক : ওদের কখনো ডিস্টার্ব করবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার, ডিস্টার্ব করব না।
শিক্ষক : দেশের জন্য জীবন দিয়ে দেবে।
ছাত্ররা : অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়ে আর করবই বা কি!

****

বিড়াল : তোমার বয়স কত?
হাতি : ৫ বছর।
বিড়াল : কিন্তু তুমি দেখতে তো অনেক বড়।
হাতি : আমি পুষ্টিকর খাবার খাই, তা তোমার বয়স কত?
বিড়াল : ১০ বছর।
হাতি : কীভাবে? তুমি তো দেখতে অনেক ছোট।
বিড়াল : আমি নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করি!

****

এক মোরগ আর এক হাঁসকে অপরাধ করার জন্য জেলখানায় ঢোকানো হয়েছে। তাদের মন খুব খারাপ। হাঁসটি মোরগকে জিজ্ঞেস করল-
হাঁস : আচ্ছা ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
মোরগ : আমি তো ঠিক বলতে পারব না; তুমি বরং ঐ কোণায় বসে থাকা ইঁদুরটাকে জিজ্ঞেস কর।

হাঁস তখন ইঁদুরকে জিজ্ঞেস করল-
হাঁস : আচ্ছা ইঁদুর ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
ইঁদুর : আমি ইঁদুর নই, আমি সজারু!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।