পাঁচবিবিতে আড়াই বছরের শিশু অপহরণ


প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রাম থেকে অজ্ঞাত অপহরণকারীরা আড়াই বছরের এক কন্যা শিশুকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

অপহৃত শিশু রাধারানী রশিদপুর গ্রামের ব্যবসায়ী পরেশ চন্দ্রের মেয়ে।

পরেশ চন্দ্র জানান, বিকেলে বাসা থেকে একই গ্রামের বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় শিশু কন্যা রাধাকে রাস্তায় খেলাধুলা করা অবস্থায় দেখে এসেছেন। এর কিছুক্ষণ পর দোকানে থাকা অবস্থায় শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে তাকে জানায় অপহরণকারীরা। এ ব্যাপারে মুক্তিপনের পরিমাণ পরে জানানো হবে বলেও তারা হুমকি দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এ ঘটনায় শিশুটির মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি আমরা সন্ধ্যায় জানতে পারি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রাশেদুজ্জামান/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।