ফেসবুকে ‘মিউ’ থেকে সাবধান


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

ফেসবুকের জনপ্রিয় জরিপের অ্যাপ ‘মিউ’ থেকে সতর্ক থাকতে বলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। জানা গেছে, অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর ব্যক্তিগত নানা তথ্য সংগ্রহ করে ‘মিউ’। খবর দ্য ইন্ডিপেনডেন্ট। নানা কুইজের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে তা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে।

কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা এসব অ্যাপ বিষয়ে সতর্ক করে বলেছেন, যেসব অ্যাপে প্রয়োজনের চেয়ে বেশি তথ্য চাওয়া হয়, সেগুলো ব্যবহার থেকে সতর্ক থাকা উচিত। মিউ অ্যাপ্লিকেশনটি ফেসবুক প্রোফাইলের তথ্য চাওয়ার পাশাপাশি, বন্ধু তালিকা, ই-মেইল ঠিকানা, টাইমলাইন পোস্ট ও ছবি ব্যবহারের অনুমতি চায়।

এছাড়া মজার কুইজের মাধ্যমেও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। ‘মিউয়ের’ ওয়েবসাইটের ব্যবহারবিধিতে লেখা আছে, ‘আপনি যখন মিউ ব্যবহার করবেন বা মিউ দিয়ে যোগাযোগ করবেন, মিউ তখন তথ্য সংগ্রহ করবে।’

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।