পিসিএলে কে খেলছেন কোন দলে


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাঁচ ফ্র্যাঞ্জাইজির এ টুর্নামেন্ট আগামী ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

পিএসএলের খেলোয়াড় তালিকায় রাখা হয়েছে ৩০৮ জন ক্রিকেটারকে। এর মধ্যে পাকিস্তানের খেলোয়াড় ১৩৭ জন। বিদেশি খেলোয়াড় ১৭১ জন। এবার দেখে নেওয়া যাক কে খেলছেন কোন দলে :

করাচি কিংস :  সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, ল্যান্ডি সিমন্স, মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি, জেমস ভিনস, ইফতেখার আহমেদ, নুমান আনোয়ার, মুশফিকুর রহিম, উসামা মির, সোহেল খান, মির হামজা, সাইফউল্লাহ বাঙ্গাস, তিলকারত্মে দিলশান, শাহজিব হাসান ও ফাওয়াদ আলম।

ইসলামাবাদ ইউনাইটেড : শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বাদ্রি, মোহাম্মদ ইরফান , ব্রাড হ্যাডিন,শারজিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ, বাবর আজম, ইমরান খালিদ, কামরান ঘুলাম, উমার আমিন, সাম বিলিংস, রুম্মান সাইস, আমাদ বাট, আসহার জাইদি, সাঈদ আজমল, হুসাইন তালাত, উমর সিদ্দীক ।

পেশোয়ার জালমি : শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি,কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান,তামিম ইকবাল, জুনায়েদ খান, জিম এলিনবি, আমের ইয়ামিন, ডাবিভ মালান,ইমরান খান জুনিয়র, শহীদ ইউসুফ, আব্দুর রেহমান, মুসাদিক আহমেদ, হাসান আলী, মোহাম্মদ আসগার, ব্রাড হজ, ইরসারুল্লাহ ও তাজওয়ালি।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল ,এল্টন চিগুম্বুরা, বিলাল আসিফ, আসাদ শফিক, মোহাম্মদ নাওয়াজ, সাদ নাসিম, মোহাম্মদ নবী, আকবার-উর-রেহমান, বিসমিল্লাহ খান, কুমার সাঙ্গাকারা, আইজাজ চিমা, রামিজ রাজা জুনিয়র।

লাহোর কোয়াল্যান্ডার্স : ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, মুস্তাফিজুর রহমান, কেভিন কুপার, ক্যামেরুন ডেলপোর্ট, জাফর জোহার, হাম্মাদ আজম, জিয়া-উল-হক, শোয়েব খান, আজহার আলী, নাভেদ ইয়াসিন, আদনান রাসুল, আব্দুর রাজ্জাক, মুক্তার আহমেদ, এহসান আদিল ও ইমরান বাট।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।