মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুইজনের জেল


প্রকাশিত: ০১:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

মাদারীপুর কালকিনি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দুই অটোবাইক চালককে ১০ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনির ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিন তালুকদার ও অপর প্রার্থী মোতালেব হাওলাদারের নির্বাচনী স্টিকার দুটি অটোবাইকে লাগানো থাকে। এতে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে অটোবাইক চালক একই উপজেলার গোপালপুর গ্রামের মো. লালু খানের ছেলে মো. তোবারক খান (২৮) ও দক্ষিণ গোপালপুর গ্রামের আমীর ঘরামীর ছেলে রিপন ঘরামীকে (৩৫) ১০ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
নাসিরুল হক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।