পিসিএলে দল পেলো রাজ্জাক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলোয়াড় বাছাইয়ের দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে এসে দল পেলেন পাকিস্তানের বিগ হিটিং অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্স দলে নিয়েছে অল রাউন্ডার আব্দুল রাজ্জাককে। এক সময় পাকিস্তান দলের নিয়মিত ম্যাচ উইনার হলেও ফর্মে না থাকায় কিছুটা উপেক্ষিত ছিলেন তিনি।
দুই বছর আগে পাকিস্তানের হয়ে নিজের সর্বশেষ একটি ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী রাজ্জাক। দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি দলের সদস্য ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে মোট ৩২ টি-টোয়েন্টি ম্যাচে ৩৯৩ রান ও ২০ উইকেট শিকার করা রাজ্জাক ঘরোয়া সংক্ষিপ্ত ভার্সনে ২৫২৪ রান ছাড়াও ১৩৩ উইকেট শিকার করেছেন।
এদিকে আজ পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গোল্ডেন ক্যাটাগরি থেকে ৫০ হাজার ডলারে করাচি কিংসই শেষ পর্যন্ত টেনে নিয়েছে মুশফিককে। এই দলটিই প্রথমদিন ১ লাখ ৪০ হাজার ডলার ব্যায়ে কিনেছিল বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের সাকিব আল হাসানকে।
এমআর/আরআইপি