ইসির সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি সই


প্রকাশিত: ১১:৪৪ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তি করেছে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেড। সম্প্রতি নির্বাচন কমিশন বাংলাদেশ-এর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ও আইএফআইসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং ডিভিশনের অধীনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার রায়হান উল আমীন ও নির্বাচন কমিশন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) সৈয়দ মোহাম্মদ মুসা ।

এছাড়াও নির্বাচন কমিশন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন ও উপ-সচিব, উপ-প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. ইলিয়াস ভূইয়া এবং আইএফআইসি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের ইভিপি জনাব শরিফুর রহমান ও মোবাইল ব্যাংকিং ডিভিশনের বিভাগের প্রধান এফএভিপি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।