দ্রাবিড়ের অধীনে বাংলাদেশে আসছে ভারত


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এ দলের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মুম্বাইয়ে আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত ১৫ সদস্যের দলটির অনুমোদন দিয়েছে বিসিসিআই। দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ঈশান কিষাণকে। তার ডেপুটি হিসেবে থাকবেন রিশাব পান্ত।

ভারতীয় দল: ঈশান কিষাণ (অধিনায়ক), রিশাব পান্ত (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান, রিকি ভূঁই, আরমান জাফর, আভিষ খান, আমানদিপ খারে, আনমোলপ্রিত সিং, মায়াঙ্ক দাগার, জিসান আনসারী, মহীপাল লমরোর, সুভাম মাভি, খলীল আহমদ ও রাহুল বাথাম।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।