গ্লোবাল ব্র্যান্ডের পারফরম্যান্স ইভালুয়েশন ট্রেনিং অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:২৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

কর্মকর্তা ও কর্মচারীদের পারদর্শীতা, আদর্শ ও কর্মক্ষমতার মূল্যায়ন বিষয়ক ট্রেনিং সম্পন্ন করেছে গ্লোবাল ব্র্যান্ড। সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এইচআর ডিপার্টমেন্টের নলেজ শেয়ারিং বিষয়ক এই প্রোগ্রাম।

প্রোগামের মূল উদ্দেশ্য ছিল কর্মকর্তা ও কর্মচারীদের পারদর্শীতার আদর্শ ও কর্মক্ষমতার মূল্যায়ন সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা।

সভা পরিচালনা করেন গ্লোবাল ব্র্যান্ডের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের  প্রধান ও ডিজিএম মোহাম্মদ উল্যাহ্ ভূইয়া । এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় প্রধান ও ডেপুটি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।