গুলশানে ২১ ভবঘুরে উদ্ধার, সমাজসেবা অধিদফতরে প্রেরণ
রাজধানীর গুলশান এলাকা হতে ভবঘুরে ও নিরাশ্রয় ২১ ব্যক্তিকে উদ্ধার করে সমাজসেবা অধিদফতরের নিকট হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে ২১ জনকে ভবঘুরে ও নিরাশ্রম ব্যক্তি হিসেবে শনাক্ত এবং তাদের উদ্ধার করে সাময়িকভাবে সমাজসেবা অধিদফতরের হেফাজতে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।
এ ব্যাপারে তিনি জাগো নিউজকে বলেন, গুলশান একটি কূটনৈতিক এলাকা। এখানে ভিক্ষাবৃত্তি, ভবঘুরে ও নিরাশ্রয় মানুষের অবস্থানে আইনত বাধা রয়েছে।
ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১ অনুযায়ী এ এলাকার নিরাপত্তার স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ জনকে উদ্ধার করে সাময়িকভাবে সমাজসেবা অধিদফতরের হেফাজতে পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, গুলশান বিভাগের এডিসি আব্দুল আহাদ, এডিসি মোর্শেদ এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
জেইউ/এসএইচএস/আরআইপি