মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৪

তৃতীয় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। মালদ্বীপকে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে হারে তারা।

কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচেই আবারো ঘুরে দাঁড়ালো সুকিতাতে নরিয়ার শিষ্যরা। এ জয়ের ফলে সেমিফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা।

প্রথমবারের মতো সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে পাকিস্তান গিয়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে নিজেদের সেরাটা দিয়ে দেশকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরটিতে বাংলাদেশের মেয়েরা রয়েছে ‘এ’ গ্রুপে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ১১ নভেম্বর ইসলামাবাদে শুরু হওয়া এ আসরটি শেষ হবে ২০ নভেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।