উল্টো ঘুষি মেরেছিলেন মেসিও!


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

রিভারপ্লেটের বিপক্ষে ফাইনালে গোল করে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলেও এর পরবর্তী ঘটনাগুলো বেশ বিরক্তিকর হয়েই দেখা দিয়েছে লিওনেল মেসির জন্য। আর্জেন্টাইন হয়েও আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে গোল করার অপরাধে (!) স্পেনগামি বিমানে ওঠার জন্য টোকিওর নারিতা বিমানবন্দরে গেলে সেখানে লাঞ্চিত হতে হয় মেসিকে। শুধু তাই নয়, মেসির দিকে থুতুও ছিটায় কেউ কেউ। ওই ঘটনার সময়ই না কি একজনকে ঘুষি মেরেছিলেন মেসিও। স্প্যানিশ বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে এসেছে ঘটনাটি।

মূলতঃ আর্জেন্টিনার ঘরের চেলেই তাদের ক্লাবের বিপক্ষে গোল করে এগিয়ে দিয়েছিল বার্সাকে। বিষয়টা কোনভাবেই মেনে নিতে পারেননি রিভারপ্লেট সমর্থকরা। সুতরাং ক্ষোভের আগুন ছড়িয়ে যায় তাদের মধ্যে। যে কারণে নারিতা বিমান বন্দরে মেসিকে দেখেই তেড়ে আসে রিভারপ্লেট সমর্থকরা।

মেসিরা যখন পাসপোর্ট এবং সিকিউরিট পাস নেয়ার জন্য লাইনে দাঁড়ান তখনই মেসিকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকেন ক্ষুব্ধ রিভারপ্লেট সমকরা। একজন তো তেড়ে এসে মেসিকে থুতুই নিক্ষেপ করে। অভিযোগ উঠেছে, তাকেই ঘুষি মেরেছিলেন মেসি। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যেতো, যদি না লুইস এনরিকে, হ্যাভিয়ের মাচেরানো এবং লুইস সুয়ারেজ এসে তা নিয়ন্ত্রণে না নিতেন।

স্প্যানিশ পত্রিকা এএস রিপোর্ট প্রকাশ করেছে ঘটনাটা। কয়েকটি পত্রিকা লিখেছে, যে ব্যাক্তি মেসির দিকে তেড়ে এসেছিল তাকে ঘুষি মেরেছিলেন তিনি। তবুও মুন্ডো দেপোর্তিভো রিপোর্ট প্রকাশ করেছে, ওই ঘটনার পর মেসিকে হাস্যোজ্জল এবং রিলাক্স দেখা গেছে। ঘটনার সময় সতীর্থকে সহযোগিতা করতে আসায় হ্যাভিয়ের মাচেরানোকেও গালি শুনতে হয়েছিল রিভারপ্লেট সমর্থকদের কাছ থেকে। তারা মাচেরানোকে ‘নিজের শেকড়ে’র কথা ভুলে না যেতেও পরামর্শ দেন। মাচেরানো রিভারপ্লেটের হাত ধরেই উঠে এসেছিলেন ফুটবলে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।