টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান যুবরাজ


প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

চেনা পৃথিবীটা যেন এক দিনেই বদলে গেছে। কেউ দল থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন করছেন না৷ বরং সদ্য ২০মাস পর টিম ইন্ডিয়ায় কামব্যাকের পর যুবরাজ সিংয়ের কাছে সংবাদমাধ্যম থেকে সাধারণ মানুষ সবারই প্রশ্ন তার ভবিষ্যৎ নিয়ে৷

অস্ট্রেলিয়া সফর আর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে৷ আর যুবরাজেরও চোখ সামনের দিকে৷ কলকাতায় এক অনুষ্ঠানে এসে রোববার সকালে যুবরাজ বলে দিলেন, ‘আমি নিশ্চিত, নিজের পুরোনো ফর্মেই খেলতে পারব৷’ সঙ্গে যোগ করলেন, ‘যে ভাবে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট আর সমর্থকরা আমার উপর আস্থা রেখেছে, তাতে আমার আশা নিশ্চয়ই রেজাল্ট আসবে৷’

জীবন সহজ ছিল না৷ ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হয়েছে৷ সেই দিনগুলো এখনও ভোলেননি যুবরাজ৷ ফের ভারতীয় দলে ফিরে তাই তিনি বলে দিচ্ছেন, ‘ক্রিকেট থেকে প্রায় দেড় বছর দূরে ছিলাম৷ এই সময় নিজেকে মোটিভেট করা কঠিন হয়েছিল৷ ফিরে আসার লড়াই চালাতে হয়েছিল ঘরোয়া ক্রিকেট খেলে; কিন্তু আমি জানতাম, এছাড়া আর কোনও উপায়ও নেই৷ তাই মন দিয়ে খেলেছি৷ চেষ্টা করেছি, ভালো খেলার৷’

তবে এই সব ঘটনা তাকে আরও লড়াই করতে শিখিয়েছে৷ সেটাও স্বীকার করে নিলেন যুবরাজ৷ তার কথায়, ‘জীবনের সংগ্রাম আমাকে আরও শক্তিশালী করেছে৷’ এতদিন পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে৷ চাপ কি নেই? আছে, স্বীকার করে নিচ্ছেন যুবি৷ ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই চাপ থাকে৷ আর আপনি যদি অনেক দিন পর টিমে ফেরেন, তাহলে জনতা আপনাকে আগের ফর্মেই দেখতে চাইবে৷ চাইবে, সেই রকম পারফরম্যান্সই৷ তাই চাপ তো থাকবেই৷’

সদ্য বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন৷ ৯৩, ৩৬, ৩৬, ৭৮ ও ৯৮ রানের ইনিংস রয়েছে৷ এই পারফরম্যান্সই যুবির নাম ভাবতে বাধ্য করছে নির্বাচকদের৷ এ জন্যই নির্বাচকদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ কি মাথায় নেই তাঁর? অবশ্যই আছে৷

কলকাতায় বসে যুবরাজ বলেই দিলেন, ‘বিশ্বকাপের কথা অবশ্যই মাথায় থাকবে৷ তার জন্য সবার আগে এই টি-টোয়েন্টি দলটার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে৷ সেটাই প্রথম কাজ৷’ ওয়ান ডেতে খেলার জন্যও তিনি প্রস্তুত৷ বলেছেন, ‘ওয়ানডেতে সুযোগ পেতেই পারতাম৷ তবে সেটা তো আর আমার হাতে নেই৷ সুযোগ পেলে অবশ্যই সেরাটা দেব৷’ বারবার ‘কামব্যাক’ শব্দটা শুনতে হচ্ছে যুবরাজকে৷ তিনি অবশ্য ব্যাপারটাকে এভাবে দেখতে রাজি নন৷

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।