ঝিনাইদহে পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থী একে অপরের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসারের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

এর পরিপেক্ষিতে রিটানিং অফিসার মনিরা খাতুন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহিনুর রহমান রিন্টু ও বিএনপির মেয়র প্রার্থী জিন্নাতুল হকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তার জবাব চেয়ে  চিঠি দিয়েছেন।

২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে রোববার তাদের কাছে চিঠি পাঠানো হয়। তা না হলে উভয় প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও আচরণবিধি লঙ্ঘনের দায়ে রিটার্নিং অফিসার ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী চম্পা খাতুনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।