অ্যানেস্থেসিস্টদের উদ্বুদ্ধে প্রণোদনার চিন্তা


প্রকাশিত: ০১:২০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

দেশে অ্যানেস্থেসিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যতা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার। এক্ষেত্রে সরকারি হাসপাতালে অপারেশন নির্বিঘ্ন রাখতে চায় সরকার। এজন্য অ্যানেস্থেসিস্ট সংকট দূর করতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিশেষ প্রণোদনা প্রবর্তন করার চিন্তাভাবনা চলছে। দেশের চাহিদার সঙ্গে সংগতি রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কিভাবে বাড়ানো যায় তা নিয়েও বিশেষ উদ্যোগ নিতে চায় সরকার।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়ন সম্পর্কিত এক সভায় সরকারের এই উদ্যোগের কথা জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

অ্যানেস্থেসিস্ট পেশায় উৎসাহ দিতে প্রবীণ চিকিৎসকদের এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য উদ্বুদ্ধকরণ প্রণোদনার ব্যবস্থা করার জন্য সভায় সুপারিশ উপস্থাপন করা হয়।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করছে, চিকিৎসক সংকট দূর করেছে। ফলে জনগণ এখন সহজে স্বাস্থ্যসেবা পাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক অ্যানেস্থেসিস্ট না থাকায় জটিল অপারেশন বিঘ্ন হওয়ার বিষয়টি মোটেও কাম্য নয়। তাই অ্যানেস্থেসিস্ট পদ সংখ্যা বাড়ানোসহ পদায়ন এর জন্য দ্রুত উদ্যোগ নিতে হবে।

সভায় রোগীদের গ্রাম থেকে রাজধানীয় বিশেষায়িত হাসপাতাল পর্যায় পর্যন্ত চিকিৎসা নেওয়ার জন্য রেফারেল ব্যবস্থা চালু এবং দেশের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সসমূহকে পরিচালনার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।
 
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, ডা. রশিদ-ই-মাহবুব, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ অ্যানেসথেসিওলজি সোসাইটি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মন্ত্রণালয় ও অধিদফতর এবং বিএমডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।