আট বছর নিষিদ্ধ ব্ল্যাটার-প্লাতিনি


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

নিজেদের গড়া কমিটির হাতেই আট বছরের নিষেধাজ্ঞার মুখে পড়লেন ফিফার পদত্যাগি প্রেসিডেন্ট সেফ ব্ল্যাটার এবং উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটিতে শুনানির পর ফুটবলের এই দুই শীর্ষ কর্মকর্তার নামে আট বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়। ফুটবল সম্পর্কিত সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে ব্ল্যাটার এবং প্লাতিনিকে।

ফিফায় দুর্নীতির বিপক্ষে মার্কিন ফেডারেল পুলিশ আর সুইস ফেডারেল অথরিটি যে অভিযান শুরু করেছিল, তারই অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা নেমে এলো ১৭ বছর দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট ব্ল্যাটার এবং তার উত্তরসূরী হিসেবে যাকে ভাবা হচ্ছিল সেই মিশেল প্লাতিনির ওপর। এর আগে তদন্তের স্বার্থে এ দু’জনের ওপর ৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

অথচ, ব্ল্যাটারের পর ফিফার প্রেসিডেন্ট পদের জন্য অন্যতম প্রার্থী ছিলেন মিশেল প্লাতিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি ফিফার জরুরী সভার পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে যে স্থায়ীভাবে আর প্রার্থী হতে পারছেন না, সেটা নিশ্চিত হয়ে গেলো এই রায়ের পর।

এথিক্স কমিটির বিচারক তার রায়ে উল্লেখ করেন, ব্ল্যাটার ফিফার এথিক্স রুলসের নিয়ম ভঙ্গ করেছেন। স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়েছেন এবং বিশ্বস্ততা ভঙ্গ করেছেন। একই সঙ্গে অন্যায়ভাবে সুবিধা আদায়ের লক্ষ্যে উপঢৌকন দিয়েছিলেন তিনি। প্লাতিনির ক্ষেত্রেও প্রায় একই অভিযোগ আনা হয়েছে। শুধুমাত্র উপঢৌকন দেয়ার বিষয়টা উল্লেখ ছিল না তার নামের পাশে।

ব্ল্যাটার এবং প্লাতিনির বিপক্ষে মূল অভিযোগ আনা হয়েছে যে, ২০১১ সালে প্লাতিনি ২০ লাখ ডলার গ্রহণ করেছিলেন। যেটা আবার অনুমোদন করেছিলেন সেফ ব্ল্যাটার। তবে, দু’জনই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং একই সঙ্গে তারা বলে আসছিলেন যে, যে শাস্তিই দেয়া হোক, এর বিপক্ষে তারা আপিল করবেন।

শুধু আট বছরের নিষেধাজ্ঞাই নয়, ব্ল্যাটারকে ৫০ হাজার ২৫০ ডলার এবং প্লাতিনিকে ৮০ হাজার ৪০০ ডলার আর্থিক জরিমানাও করা হয়েছে। এথিক্স কমিটির বিচারক তার রায়ে আরও বলেন, ‘নিজের লিখিত বিবৃতি কিংবা মুখের বক্তব্য, কোনটাতেই এই অবৈধ অর্থ লেনদেনের বিষয় সম্পর্কে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি ব্ল্যাটার। মি, প্লাতিনিও তার নিজের বিশ্বাসযোগ্যতা এবং সততা প্রমান করতে ব্যার্থ হয়েছেন।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।