গণহত্যা চালাচ্ছে আইএস


প্রকাশিত: ০৯:২২ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংখ্যালঘু হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন ব্রিটেনের ৬০ সংসদ সদস্য। এজন্য তারা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে একটি চিঠি দিয়েছেন। খবর বিবিসির।

চিঠিতে ডেভিড ক্যামেরনকে তার প্রভাব খাটিয়ে জাতিসংঘের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আইএসের হত্যাকাণ্ডের ঘটনায় গণহত্যা শব্দটি ব্যবহার করা উচিত। আর এটি করা হলে অপরাধীদের কাছে একটি বার্তা পৌঁছে যাবে। সেটি হচ্ছে ভবিষ্যতে এর জন্য তাদেরকে (আইএস) বিচারের মুখোমুখি হতে হবে।

আইএস জঙ্গিরা ইরাক এবং সিরিয়ায় খ্রিষ্টান এবং ইয়াজিদিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়াজিদিদের প্রতি আইএসের আচরণ ইরাকে তাদের সম্ভাব্য গণহত্যার একটি প্রমাণ।

এছাড়া মানবাধিকার সংস্থাগুলোও ইরাকের বড় অংশ থেকে সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে আইএস নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করে দেয়।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।