দুঙ্গা-নেইমারের আচরণে কষ্টে আছে সিলভা


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৭ নভেম্বর ২০১৪

কোনো ধরনের আলোচনা ছাড়াই হঠাৎ করে ব্রাজিলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ায় কোচ দুঙ্গা ও সতীর্থ নেইমারের সমালোচনা করেছিলেন থিয়াগো সিলভা।

বিশ্বকাপের সময় ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার সিলভা। অবশ্য চোটের জন্য জার্মানির বিপক্ষে খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। বিশ্বকাপের পরই কোচের দায়িত্ব থেকে বিদায় নেন ফেলিপে স্কলারি। আর তার পরিবর্তে দ্বিতীয়বারের মতো ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন দুঙ্গা।

দুঙ্গা কোচ হওয়ার পর ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নেইমার। এ নিয়ে কষ্ট আছে সিলভার। গ্লোবস্পোর্টসডটকমকে তিনি বলেছেন, ‘এটা আমার সঙ্গে আলোচনা না করেই করা হয়েছিল। এতে আমি খুবই কষ্ট পেয়েছিলাম।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।