করাচি কিংসের হয়ে খেলবেন সাকিব


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আইকন খেলোয়াড় বেছে নেওয়ার পরের সুযোগেই প্লাটিনাম গ্রুপ থেকে সাকিবকে কিনে নিয়েছে করাচি। সাকিবের মূল্য ১ লাখ ৪০ হাজার ডলার। লাহোরে চলছে পিএসএলের খেলোয়াড় ড্রাফট পর্ব।
 
পেশওয়ার জালমিকে দিয়ে পিএসএলের ড্রাফট শুরু হয়। পাকিস্তানের টি-টোযেন্টি অধিনায়ক পিএসএল আইকন শহীদ আফ্রিদিকে বেছে নেয় দলটি। সাকিবের দল করাচি আইকন খেলোয়াড়ের তালিকা থেকে নেয় শোয়েব মালিককে। আইকন ক্রিস গেইল হয়েছেন লাহোর কালান্দারসের। কেভিন পিটারসেনকে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। অন্য আইকন শেন ওয়াটসনকে বেছে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

পিএসএলের খেলোয়াড় তালিকায় রাখা হয়েছে ৩০৮ জন ক্রিকেটারকে। এর মধ্যে পাকিস্তানের খেলোয়াড় ১৩৭ জন। বিদেশি খেলোয়াড় ১৭১ জন। বাংলাদেশের ১০ জন খেলোয়াড় আছেন ড্রাফটে। সাকিব প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও বাংলাদেশের ৫ খেলোয়াড় আছেন গোল্ড ক্যাটাগরিতে। তারা হলেন : তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, মাহমুদ উল্লা, ইমরুল কায়েস ও এনামুল হক।   

উল্লেখ্য, আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারেরমত অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।